logo
  • ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৬ অগ্রহায়ণ ১৪২৬

অভিমান ভুলে

অনলাইন ডেস্ক
|  ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৮:০২
মিটে গেলো সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়ার দ্বন্দ্ব। একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয়ে দেখা গেছে সালমান-প্রিয়াঙ্কাকে। বিগ বাজেটের ছবি ‘ভারত’-এ দীর্ঘদিন পর জুটি বাঁধার কথা ছিল এই জুটির। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি ছেড়ে দেন প্রিয়াঙ্কা। এ কারণে সালমান বেশ চটেছিলেন প্রিয়াঙ্কার উপরে।

অবশেষে জানা গেলো ভাইজানের উদ্যোগেই নাকি মিটে গেলো সেই দ্বন্দ্ব।

সব অভিমান ভুলে সালমান প্রিয়াঙ্কার আমন্ত্রণে সদ্য তার রিসেপশনে গিয়েছিলেন। নিক-প্রিয়াঙ্কাকে নিজে উপস্থিত থেকে শুভেচ্ছা জানিয়েছেন এই নায়ক। তবে কোনও কোনও মহলের মতে, সৌজন্যের রেওয়াজ প্রথমে শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। বিয়ের পর নিককে নিয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নাকি গোটা খানদানকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তিনি।

তবে উদ্যোগ যারই হোক, সালমান-প্রিয়াঙ্কার মধ্যে যে বিবাদ মিটে গিয়েছে এতেই খুশি ভক্তরা।

সে সময় এক সংবাদ সম্মেলনে সালমান খান বলেন, ‘শুটিং শুরু হওয়ার ৫ দিন আগে প্রিয়াঙ্কা তার মতবদলের কথা জানিয়ে আমাদের বড় উপকার করেছেন। এবার তার বিয়ে করে বাচ্চা নেয়া উচিত।’

আরও পড়ুন :

এম/এসআর 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়