DMCA.com Protection Status
  • ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯, ১০ বৈশাখ ১৪২৬

বিয়ে করছেন সুম্মিতা সেন?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৮ নভেম্বর ২০১৮, ১৪:৫৮ | আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৫:১৯
ছবি: সংগৃহীত
প্রেম করছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ২৭ বছর বয়সী মডেল রহমান শাল তার প্রেমিক। এই খবরটা অনেকেই জানেন। নতুন খবর হল, রহমানের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন সুস্মিতা।

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক সুস্মিতার এক ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। আনন্দবাজারে প্রকাশিত খবরে বলা হয়েছে, গত দুই মাস ধরে সুস্মিতা ও রহমান চুটিয়ে প্রেম করছেন। একটা ফ্যাশন শোতে গিয়ে দেখা হয় তাদের। তারপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।

এবার বিয়ের পরিকল্পনা করছেন এই ‍যুগল। আগামী বছরই বিয়ে করতে পারেন সুস্মিতা ও রহমান। সুস্মিতার বয়স এখন ৪২। আর রহমানের ২৭ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সুস্মিতাকে প্রোপোজ করেছেন রহমান। সুস্মিতাও সে প্রস্তাবে সাড়া দিয়েছেন। তারপরই রিলেশনশিপের খবর প্রকাশ্যে শেয়ার করেছেন নায়িকা। ইদানীং সুস্মিতার মেয়েদের সঙ্গেও ভালো সময় কাটাচ্ছেন রহমান।

রহমান মুম্বাইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি। সব কিছু ঠিক থাকলে ২০১৯ সালের শেষের দিকে হয়তো গাঁটছড়া বাঁধবেন এই জুটি।

এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুদা, বিক্রম ভাটের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন।

আরও পড়ুন :

পিআর/এসআর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়