DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

আরটিভির নাটক ‘মেঘ দেখবে বলে’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ৩১ আগস্ট ২০১৮, ১৪:৪১ | আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৪:৫৫
আশা ও তার বান্ধবী প্রসূনের একসঙ্গে নেপালে ঘুরতে যাওয়ার কথা ছিল। কোনও এক জরুরি কাজের জন্য প্রসূন যেতে পারেনি।

ফলে বাধ্য হয়ে আশার একারই যেতে হয়। কিন্তু এয়ারপোর্টে তার লাগেজ ও সব ডলার হারিয়ে ফেলেন তিনি। বিপত্তিতে পড়ে যান আশা।  অপরদিকে একই ফ্লাইটে নেপালে আসে জোভান।

আশার চিন্তিত চেহারা দেখে সাহায্য করতে এগিয়ে আসে জোভান। কিন্তু বিষয়টি ভালো ভাবে নেয় না আশা। এদিকে আশা যে হোটেলরুমে উঠেছে ভুলক্রমে হোটেল ম্যানেজার জোভানকেও একই রুমের মাস্টার চাবিটা দিয়ে দেয়।

হঠাৎ দরজা খুলে আঁতকে ওঠে জোভান। ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায় ‘মেঘ দেখবে বলে’ নাটকের গল্প।
-------------------------------------------------------
আরও পড়ুন : এফডিসিতে নায়করাজকে স্মরণ
-------------------------------------------------------

আগামীকাল শনিবার আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘মেঘ দেখবে বলে’। নেপালে চিত্রায়িত নাটকটি রচনা করেছেন প্রিন্স এ.আর এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। 

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, প্রসূন আজাদ, তানভীর, আশা, আহসান আলমগীরসহ অনেকে।

আরও পড়ুন :

এম/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়