• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২৪, ১৮:৪২
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে সনাতন ধর্মাবলম্বীর লোকজন ব্যাঙের এ বিয়ের আয়োজন করেন।

আয়োজকেরা জানান, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা। টিউবওয়েলে পানি উঠছে না, চাষাবাদের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আম ও লিচুর গুটি ঝরে পড়ছে। অতিরিক্ত সেচের কারণে ফসলের উৎপাদন ব্যয় বাড়ছে। এ কারণে যাতে বৃষ্টি হয়, সে জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, বৃষ্টির অভাবে রবিশস্য এবং আম, লিচুর গুটি ঝরে যাচ্ছে। খরা মোকাবিলায় কৃষি বিভাগ থেকে ঘন ঘন সেচ দেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহের মধ্যেই ঘন কুয়াশা!
আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
‘হিটস্ট্রোকে’ সৌদিপ্রবাসীর মৃত্যু
বৃষ্টির আশায় কুড়িগ্রামে ব্যাঙের বিয়ে
X
Fresh