• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

নাটোরে দেড় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২৪, ২২:২৪
ফাইল ছবি

নাটোরে দেড় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রবীর কুমার প্রামানিক (৪০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে নাটোরের উত্তর আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত প্রবীর কুমার প্রামানিককে (৪০) তাৎক্ষণিক আটক করেছে নাটোর সদর থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তি পুলিশ জিজ্ঞাসাবাদে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

পরিবারের সদস্যরা জানায়, ধর্ষণের শিকার হওয়া ওই শিশুটিকে প্রতিদিনই প্রতিবেশী প্রবীর কুমারের বাড়িতে দেখাশোনার জন্য রাখা হতো। দুপুরে ওই শিশুকে তার মা প্রবীরের বাড়ি থেকে নিয়ে আসতে গেলে রক্তক্ষরণ দেখতে পাই। পরে শিশুটিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে হাসপাতালের ওসিসিতে ভর্তি নেন রামেক হাসপালের কর্তব্যরত চিকিৎসকেরা।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে অভিযুক্ত প্রবীর কুমারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হালতি বিলে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
নাটোরে স্কুলছাত্রী অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড
চাঁদপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন