logo
  • ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬

ভারতে ‘পদাতিক নাট্যমেলা’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ জুলাই ২০১৮, ১৩:০৯ | আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৩:৫৯
‘জনমাঙ্ক’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন পদাতিক নাট্য সংসদ তাদের চারটি নাটক নিয়ে ভারত সফর করছে। আগামী ২১ ও ২২ জুলাই ভারতের চাকদাহ নাট্যজন ও হালিশহর চতুর্থ সুত্রের আয়োজনে নৈহাটি ঐকতান মঞ্চে চারটি নাটকের চারটি প্রদর্শনী করবে দলটি।

এই উৎসবটির শিরোনাম করা হয়েছে ' পদাতিক নাট্যমেলা'। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে পদাতিক নাট্য সংসদের ৩০ সদস্যের দলটি।

পদাতিক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই পরপর দুটি নাটক মঞ্চস্থ হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন :  ১৮ হাজার চিঠি, ১১ হাজার ফুল পেলেন প্রিয়াঙ্কা
--------------------------------------------------------

এদিন বিকেল ৫ টায় মঞ্চস্থ হবে রুবাইয়াত আহমেদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় একক নাটক ‘গহনযাত্রা’।

এরপর সন্ধ্যা ৭টায় লামিসা শিরীন হোসাইনের লোন সারভাইভর গল্প অবলম্ববনে তানভীর আহমেদ সিডনীর রচনা ও ওয়াহিদুল ইসলামের নির্দেশনায় ‘কাল রাত্রি’ মঞ্চস্থ হবে।

উৎসবের দ্বিতীয় দিন, ২২ জুলাই বিকেল ৫ টায় মঞ্চস্থ হবে নাসরিন মুস্তাফার রচনা ও মীর মেহবুব আলম নাহিদের নির্দেশনায় নাটক ‘জনমাঙ্ক’।

এরপর সন্ধ্যা ৭ টায় সায়ীক সিদ্দিকির রচনা ও নির্দেশনায় পালা নাটক ‘গুনজান বিবির পালা’  মঞ্চস্থ হবে।

দেশের বাইরে এই প্রথম পদাতিক এ ধরণের নাট্য উৎসবে অংশগ্রহণ করছে।  এই উৎসবে পদাতিক নাট্য সংসদের ৩০ সদস্যের একটি দল অংশ নিচ্ছে।

পিআর/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়