• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ১৭:৪১
ছবি : সংগৃহীত

রাজশাহীতে নির্মিত ভিন্নধারার সিনেমা ‘পটু’র এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাতে রাজশাহীর স্থানীয় গ্রান্ড রিভারভিউ হোটেলের সিনেপ্লেক্সে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় সিনেমাটি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এর আগে নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাসিক মেয়র তাদের সাথে কুশল বিনিময় করেন।

বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ‘পটু’ সিনেমার নায়ক ইভান সাইর বলেন, এটা পটু সিনেমার জন্য, আমার জন্য স্মরণীয় সময়। ধন্যবাদ মাননীয় মেয়রসহ অন্যান্য অতিথিবৃন্দকে। সেই সঙ্গে ধন্যবাদ রাজশাহী সিটি করপোরেশনকেও।

প্রদর্শনী অনুষ্ঠানে ‘পটু’ সিনেমার পরিচালক আহম্মেদ হুমায়ূন, নায়ক ইভান সাইরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পটু’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১০ মে। এটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর, আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা দোয়েল সহ আরও অনেকে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালীর ২৮ গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা
ডোবা থেকে জীবিত ডলফিন উদ্ধার
পটুয়াখালীর ৩ উপজেলায় ভোটগ্রহণ চলছে
‘মুনাফিকদের চিনে রেখেছি’, উপজেলা নির্বাচনে হেরে আ.লীগ নেতার পোস্ট