• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

ঢাকার পথে কুরুলুস উসমানের নায়ক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২৪, ১২:২২
ছবি: সংগৃহীত

তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে ‘কুরুলুস উসমান’ অন্যতম। নতুন খবর হলো, এই সিরিজের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। ইতোমধ্যে তিনি রওনা হয়েছেন। আর এ খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই।

বৃহস্পতিবার (২৩ মে) ফেসবুকে এক পোস্টে বুরাক বলেন, ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। খুব শিগগিরই ভক্তদের সঙ্গে দেখা হবে।

জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। ২৬ মে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

প্রসঙ্গত, উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভক্তদের সঙ্গে দেখা করা নিয়ে যা জানালেন বুরাক 
ঢাকায় কুরুলুস উসমানের নায়ক
বাংলাদেশে কবে আসছেন, তা জানালেন কুরুলুস উসমানের নায়ক
বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক