• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

‘ডুপ্লিকেট’ অমিতাভ বচ্চন আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২৪, ১১:৪১
ছবি: সংগৃহীত

চুল-দাড়ি থেকে পোশাক, এমনকি কথা বলার ধরন সবকিছুই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মতো। এ কারণে অভিনেতা ফিরোজ খানকে বলা হতো ‘ডুপ্লিকেট’ অমিতাভ। বৃহস্পতিবার (২৩ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেতা মারা যান।

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের মিমিক্রি করে আলোচনায় উঠে আসেন ফিরোজ খান। তিনি শুধু অমিতাভকে নকল করতেন না। ছিলেন তার অন্ধ ভক্তও। সে কারণে অমিতাভের সব সিনেমার সংলাপ তিনি গড়গড়িয়ে বলতেন। আর সেসবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কুড়াতেন ভক্তদের প্রশংসা।

ইনস্টাগ্রামে ফিরোজের ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। ‘ভাবিজি ঘর পর হ্যায়’, ‘জিজাজি ছাদ পর হ্যায়’ ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’ ও ‘শক্তিমান’-এর মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এছাড়া আদনান স্বামীর জনপ্রিয় মিউজিক ভিডিও ‘থোড়ি সি তো লিফট করাদে’ সহ বেশ কিছু হিন্দি সিনেমাতেও দেখা গেছে তাকে।

অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওলের মতো তারকাদেরও মিমিক্রি করেছেন ফিরোজ খান। কুড়িয়েছেন দর্শকদের ভালোবাসা। তার মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়