• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

রাখি সাওয়ান্তকে হত্যার হুমকি, যা বললেন তার প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ মে ২০২৪, ১৭:৪৯
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আর এ অবস্থার মধ্যেই হত্যার হুমকি পেলেন বলিউডের এই ‘ড্রামা কুইন’। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেছেন তার প্রাক্তন স্বামী রীতেশ।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে রীতেশ বলেন, দ্রুতই আমি সবকিছু প্রকাশ করব। তার আগে সব প্রমাণ হাতে পেয়ে নিই। মনে রাখবেন, আমি কাউকে ভয় পাই না। অপেক্ষা করুন। আমি লোকটির নাম প্রকাশ করব। যারা আমাদের শুভাকাঙ্ক্ষীর ভান করেছেন, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, পুলিশকে ঘটনাটি জানিয়েছি। আমরা মিডিয়া ট্রায়াল চাই না। কারণ বিষয়টি রাখির নিরাপত্তার সঙ্গে জড়িত। মানুষ তাকে কষ্ট দিচ্ছে। তাকে হত্যার হুমকি দিয়েছে।

রাখির আইনজীবী ফাল্গুনী ব্রাহ্মভাটও বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেন, রাখি যেখানে সাক্ষাৎকার দেন, সেই রাস্তার ওপরে তাকে তারা মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগে পেট ও বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি সাওয়ান্ত। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত হন, তার জরায়ুতে বড় আকৃতির টিউমার। যা সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঙ্গু ও কিডনি হাসপাতালের অব্যবস্থাপনায় স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
নরসিংদীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল ঘেরাও
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন শেখ হাসিনা
পিকআপভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২