• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোল এক্সপ্রেসে আগুন নিয়ে যা বললেন নির্মাতা অমি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:২৮
সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির অন্তত ৫টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে ৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে সামাজিকমাধ্যমে ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিষয়টি নিয়ে খুবই মর্মাহত জানিয়ে অমি বলেন, এ কোন অসময় পার করছি আমরা, যেখানে মানুষ মানুষকে পুড়িয়ে মারছে। আল্লাহ রহম করো।

প্রসঙ্গত, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে। ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়। গতকাল রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশনে আগুন
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী
বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলের মৃত্যু 
স্টপেজ দাবিতে ফরিদপুর স্টেশনে ট্রেনের গতিরোধ
X
Fresh