• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

লিপস্টিক ও কাক মার্কায় নির্বাচন করবেন ফারিয়া-ভাবনা !

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৪, ২০:১৭

শোবিজের দুই পরিচত মুখ নুসরাত ফারিয়া ও আশনা হাবিব ভাবনা। নির্বাচনে অংশগ্রহণ করলে লিপস্টিক মার্কায় দাঁড়ানোর ইচ্ছা আছে ফারিয়ার। অন্যদিকে, আশনা হাবিব ভাবনার মার্কা হবে কালো কাক। নিজেদের মধ্যে এমনটাই ঠিক করে নিয়েছেন ফারিয়া ও ভাবনা।

সম্প্রতি এক ভিডিওবার্তায় নিছক মজা করে হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনার সঙ্গে। সেখানেই দুজনের সামান্য সময়ের আলাপচারিতা উঠে আসে। সেই আলাপনে নুসরাত ফারিয়া ভাবনাকে জিজ্ঞেস করেন, আমরা দুইজন যদি ইলেকশনে দাঁড়াই তাহলে আমাদের দুজনের মার্কাটা কী হবে বলতো?

এ সময় ভাবনা বলেন, তোর মার্কা হবে... তাকে কথা শেষ করতে না দিয়ে এ সময় নুসরাত ফারিয়া নিজেই উত্তর দেন। বলেন, আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর মার্কা হবে কাউয়া।

উত্তর দিয়ে নিজেরা হেসে কুটি কুটি হন। বোঝাই যাচ্ছে এটা ছিল দুজনের মাঝরাতের মজা। আরে এক্ষেত্রেও এটাও বোঝা গেল যে ভাবনা ও নুসরাত ফারিয়ার মধ্যে সম্পর্ক্টা গভীর বন্ধুত্বের।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া সর্বশেষ আলোচনায় এসেছিলেন বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়। করে। এই ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বিদেশি তারকাকে দলে ভিড়িয়ে বরিশালের চমক
বিশ্বকাপজয়ী দুই তারকাকে দলে ভিড়িয়ে ঢাকা ক্যাপিটালসের চমক
ঢাকাকে বসবাসযোগ্য করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে: রিজওয়ানা
কাকে চিটার বললেন তমা মির্জা