logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

রাম রহিম জেলে যাওয়ায় খুব খুশি শাহরুখ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৮
গেলো ২৮ আগস্ট জোড়া ধর্ষণ মামলায় ২০ বছর জেল হয়েছে ভারতের স্বঘোষিত ধর্মগুরু ডেরা সাচ্চা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের।

bestelectronics
এরপর থেকে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গার আলোচনার কেন্দ্রবিন্দু তিনিই। বলিউডের অনেক তারকার সঙ্গেই দেখা গেছে তাকে। তার ব্যাপারে নিজেদের মন্তব্য জানাচ্ছেন বলিউড তারকারাও। এবার নিজের মনের কথা জানালেন শাহরুখ খান।

বলিউড বাদশা বলেছেন, পরিচালক অনুষ্ঠানের এ অংশ হয়তো পছন্দ করবেন না, কিন্তু রাম রহিম সিংহ জেলে যাওয়ায় আমি খুব খুশি।

জনপ্রিয় টকশো ‘টেড টকস : ন্যায়ি সোচ’র নতুন সিজনের সঞ্চালনার মধ্য দিয়ে টেলিভিশনে কামব্যাক করছেন শাহরুখ খান। এরইমধ্যে প্রথম পর্বের শুটিং শেষ করে ফেলেছেন তিনি। শুটিং চলার সময় তিনি রাম রহিম সম্পর্কে নিজের মনের কথা ব্যক্ত করেছেন।

তবে রাম রহিমকে নিয়ে করা শাহরুখের এ মন্তব্য মোটেই ভাল লাগেনি অনুষ্ঠান কর্তৃপক্ষের। এমনকি অনুষ্ঠানের ওই অংশ বাদ দিয়ে সম্প্রচারের কথা ভাবছেন তারা। অবশ্য এ বিষয়ে সরাসরি কিছু জানায় তারা।

জানা গেছে, ‘টেড টকস: ন্যায়ি সোচ’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক করন জোহর এবং বিশেষ অতিথি হিসেবে গুগল সিইও সুন্দর পিচাই।

 

কে/জেএইচ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়