• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

মে মাসে মুক্তি পাবে ববির ‘ময়ূরাক্ষী’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৯
মে মাসে মুক্তি পাবে ববির ‘ময়ূরাক্ষী’ 

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ববির আসন্ন ছবি ‘ময়ূরাক্ষী’ মুক্তি পাবে আগামী মে মাসে। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রাশিদ পলাশ। ছবিটি মে মাসের প্রথম সাপ্তাহে মুক্তি দিতে চান বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা।

রাশিদ পলাশ বলেন, ইতোমধ্যে ছবির সম্পাদনার সব কাজ শেষ হয়েছে। দুই-একদিন পর সেন্সর বোর্ডে জমা দেব। বর্তমানে শেষ মুহূর্তের কাজ চলছে। দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে কোনো কমতি রাখতে চাই না আমি।

জানা গেছে, ছবিটি প্রযোজনা করেছে ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী ও চিত্রগ্রহণ করেছেন সন্দীপ রায়। আর জাহিদ নিরব ছবিটির সংগীতায়োজন করেছেন।

এর আগে মহরত অনুষ্ঠানে নির্মাতা জানিয়েছিলেন, ছবিতে একটি বিমান ছিনতাইয়ের ঘটনা আছে, তবে এটা ছবির মূল কাহিনি নয়। এটি পুরোপুরি প্রেমের একটি গল্প।

‘ময়ূরাক্ষী’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ববি হক। পর্দায় তার বিপরীতে দেখা যাবে সুদীপ বিশ্বাস দীপকে। এতে আরও অভিনয় করছেন, সুমিত, সাদিয়া মাহি, দিপক কুমারসহ আরও অনেক।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আনন্দে অনিশ্চয়তা
ঢাবি অধ্যাপকের পিএইচডি জালিয়াতি তদন্তে কমিটি
রাসুল (সা.) বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন
ছাত্রীদের যৌন হয়রানি: ঢাবির অধ্যাপককে অব্যাহতি
X
Fresh