• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

‘হাওয়া’ কীভাবে তৈরি হলো, সেটাই ভাবছি (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২২, ০৮:২৪
‘হাওয়া’ কীভাবে তৈরি হলো, সেটাই ভাবছি (ভিডিও)

‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি...সাদা সাদা, কালা কালা’ গ্রাম থেকে শহরে সবার মুখে মুখে গানটি। তবে গান শুনে প্রাণ জুড়ালেও সিনেমাটি দেখার অপেক্ষায় দর্শকের মন অস্থির হয়ে আছে।বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে সারাদেশে মুক্তি পেল শুক্রবার (২৯ জুলাই)।

মুক্তি উপলক্ষে প্রচারণার ধারাবাহিকতায় ‘হাওয়া’র কলাকুশলীরা হাজির হয়েছিলেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখায় প্রথম শো দেখতে।

এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিনেমা নিয়ে কথা বলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, তার স্ত্রী জিনাত হাকিম ও মেয়ে এবং মেয়ের জামাতা।

আজিজুল হাকিম বলেন, “পরিবারের সবার সঙ্গে বাংলা ছবি দেখার যে আনন্দ, সেই আনন্দটা মনে হয় এই ছবি দেখে অনেকদিন পর উপভোগ করতে পেরেছি। আমার স্ত্রী, মেয়ে, মেয়ের জামাতাসহ সবাই মিলে ছবিটি দেখতে এসেছি। কারণ আমরা পরিচ্ছন্ন বাংলা ছবি দেখতে চাই। বাংলা ছবি দেখার যে আগ্রহ সেই আগ্রহ থেকেই ছবিটি দেখতে আসা। আমরা সবাই মিলে যে প্রত্যাশা নিয়ে ছবিটি দেখতে এসেছি, সেই প্রত্যাশার বাইরে অনেক কিছুই এই ছবিতে পেয়েছি। আমার বিশ্বাস ছিল নির্মাতা মেজবাউর রহমান সুমনের যে নির্মাণ দক্ষতা সেটা আমাদের দর্শকদের দিতে পেরেছেন। যেভাবে গল্পটা প্রেজেন্ট করেছেন তার জন্য সাধুবাদ জানাই। অভিনয় শিল্পী যারা অভিনয় করেছেন প্রত্যেকটা মানুষ যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। বিশেষ করে নাজিফা তুষি যে অসাধারণ অভিনয়টা করেছেন তার জন্য আলাদা ভাবে প্রশংসার দাবি রাখে।”

লেখক ও অভিনেত্রী জিনাত হাকিম বলেন, “ছোট বেলা থেকেই অভ্যাস ছিল হলে গিয়ে সিনেমা দেখার। শাবানা, ববিতা তাদের ছবি অনেক দেখেছি। বিশেষ করে ঈদের সময় কিংবা যে কোনও উপলক্ষকে কেন্দ্র করে সিনেমা দেখতাম। কিন্তু আজকে মনে হচ্ছে যে হাওয়া মুক্তির প্রথম দিনেই এ রকম উপচেপড়া দশর্ক এসেছে তাতে করে খুবই আনন্দিত আমি। মনে হচ্ছে আমি সেই ছোট বেলায় ফিরে গেছি।”

প্রসঙ্গত, সম্প্রতি সুস্থধারার বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে সিনেমা হলে যাওয়ার আগ্রহের যে জোয়ার তৈরি হয়েছে, সেটি ‘হাওয়া’ আরও এগিয়ে নেবে বলে মনে করছেন দেশের সিনেমাবোদ্ধা ও অভিজ্ঞরা। সাধারণ দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে ‘হাওয়া’-কে ঘিরে এই আগ্রহ আরও বেগবান করতেই হাওয়ার প্রচারণার জন্য দেশের বিভিন্ন সিনেমা হলগুলোর শোতে যাবেন।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, বাংলাদেশে মুক্তির পর ‘হাওয়া’ খুব শিগগিরই মুক্তি পাবে উত্তর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৃজিতের নতুন সিনেমায় তারার মেলা
কান উৎসবে প্রথমবার সিকিমের সিনেমা
‘সুড়ঙ্গ’র পর নতুন দুই সিনেমায় আফরান নিশো
প্রকাশ হলো ‘ময়ূরাক্ষীর’ প্রথম পোস্টার 
X
Fresh