logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

বাহুবলী শুটিংয়ের সময় ১৫ রকমের বিরিয়ানি খেতেন প্রভাস

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ জুন ২০১৭, ১২:৩৩ | আপডেট : ০৬ জুন ২০১৭, ১৩:০৪
'বাহুবলী' ছবির মাধ্যমে প্রভাস এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। সারাবিশ্বে প্রায় ২০০০ কোটি টাকার ওপরে আয় করা ব্যবসা সফল ছবি ‘বাহুবলী ২’। দক্ষিণ ভারতের এ নায়কের ভক্ত সংখ্যা বলিউডের তিন খানেদেরও পেছনে ফেলে দিয়েছে। তার সম্পর্কে ভক্তদের যেনো জানার শেষ নেই। কেউ জানতে চাইছেন প্রভাসের জীবন সম্পর্কে, তো কারও আগ্রহ তার বডি নিয়ে।

তবে সম্প্রতি বাহুবলী ছবির পরিচালক এস এস রাজামৌলি প্রভাসের সম্পর্কে ফাঁস করলেন এক গোপন খবর।

তিনি জানিয়েছেন, প্রভাসকে ‘বাহুবলী ২’ ছবির জন্য শরীর তৈরি করতে জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হতো।

পাশাপাশি ছিলো কঠোর ডায়েট। ওজন ঠিক যতটা দরকার ততটাই হতে হবে, একটুও বাড়লে বা কমলে চলবে না।

কিন্তু তার ফাঁকে ফাঁকেই আসত `চিট মিল ডে'। মাসে একটি দিন যেদিন যা খুশি খেতে পারবেন ছবির নায়ক। আর এ `চিট মিল ডে' তে প্রভাসের সামনে থাকতো খাবারের একটা ছোটখাটো পাহাড়।

সে সব খাবারের মধ্যে থাকতো ১৫ রকম বিরিয়ানি। শেষ পাতে চাটনি অবশ্যই থাকত। প্রভাসের খাবারে চাটনি ছিল মাস্ট, চাটনি ছাড়া তার খাওয়া যেনো সম্পূর্ণই হতো না।

রাজামৌলি জানান, অতরকম যে বিরিয়ানি হতে পারে তা তার জানাই ছিলো না। নানা ধরনের মাছ, চিকেন, মাটনের বিরিয়ানি, তার আবার হরেক ফ্লেভার, হরেক স্বাদ।

আর একজন লোক একদিনে অতরকম বিরিয়ানি কিভাবে খেতে পারে তা ভেবেই অবাক হন তিনি।

বাহুবলী ছবিতে বয়স্ক বাবা ও তরুণ পুত্র উভয়ের চরিত্রেই অভিনয় করেছেন প্রভাস। যেটা ছিলো রীতিমত একটি চ্যালেঞ্জের বিষয়।

প্রভাসের এ কঠোর নিষ্ঠা ও অধ্যাবসায়ের জন্য তার প্রশংসা করেছেন ছবির পরিচালক রাজামৌলি।

প্রভাস এখন তার পরের ছবি ‘সাহো’র কাজ নিয়ে ব্যস্ত। এ ছবির জন্য নাকি  তাকে নতুন করে  হিন্দিও শিখতে হচ্ছে।

আরকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়