• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo

ভোট গণনার সময় চেয়ারে বসে নামাজ পড়ছিলেন জায়েদ খান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জানুয়ারি ২০২২, ১০:৩১
ভোট গণনার সময় চেয়ারে বসে নামাজ পড়ছিলেন জায়েদ খান (ভিডিও)

সব জল্পনা-কল্পনা শেষে নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১টি ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন ১৪৮টি ভোট। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩টি ভোট।

এদিকে ফলাফল ঘোষণার আগে জায়েদ খানের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে একটি চেয়ারে বসে গায়ে সেই নীল চাদরে মুড়িয়ে নামাজ আদায় করছেন জায়েদ।যে চাদরের কারণে অভিযোগ করেছিলেন নিপুণ।

রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত যখন ভোট গণনা চলছিল তখন এফডিসির শিল্পী সমিতি ভবনের দরজার সামনেই চেয়ারে বসে ফজরের নামাজ আদায় করেন তিনি।

চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটার ৪২৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ১০টি ভোট। বৈধ ভোট ৩৫৫টি।

এমএন

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেমসকে সঙ্গে নিয়ে এবার লন্ডন মাতাবেন জায়েদ খান
‘মায়ের চেয়ে বড় আশ্রয়, বড় পৃথিবী নেই’
ডিগবাজি ছাড়াও সিডনিতে যা করছেন জায়েদ খান
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
X
Fresh