Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১৫ মাঘ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ০৯:৩১
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৯:৩৭
discover

‘অ্যাকুয়াম্যান’ খ্যাত জ্যাসনের বিবাহ বিচ্ছেদ

‘অ্যাকুয়াম্যান’ খ্যাত জ্যাসনের বিবাহ বিচ্ছেদ
ছবি : সংগৃহীত

১৬ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন অ্যাকুয়াম্যান হিসেবে খ্যাত জ্যাসন মোমোয়া। তার স্ত্রী অভিনেত্রী লিসা বনেট যৌথ বিবৃতিতে তথ্যটি জানিয়েছেন। এর মাধ্যমে তাদের চার বছরের দাম্পত্য জীবনেরও সমাপ্তি ঘটতে যাচ্ছে।

বুধবার ১২ জানুয়ারি ইনস্টাগ্রামে বিবৃতিটি প্রকাশিত করা হয়। তারা লেখেন, ‌‘পারিবারিক একটি তথ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের দাম্পত্যের ইতি টানতে যাচ্ছি। শুধু খবরের জন্য আমরা তথ্যটি দিচ্ছি না। আমরা মনে করি, এতে আমরা জীবনে মর্যাদা নিয়ে সততার সঙ্গে বাঁচতে পারব এবং সামনে এগিয়ে যেতে পারব।’

জানা যায়, ২০১৭ সালে তাদের বিয়ে হলেও তাদের প্রেমের সম্পর্কের শুরু আরও একযুগ আগে। তারা তাদের এক কন্যা লোলা এবং দুই ছেলে নাকোয়া ও ওলফের দেখাশোনা একসঙ্গে করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, এটি জ্যাসনের প্রথম বিয়ে। তবে লিসা এর আগে ১৯৮৭ সালে সংগীতশিল্পী লেনি ক্রাভিটজকে বিয়ে করেছিলেন। সেটার ইতি টেনেছিলেন ১৯৯৩-এ। এরও প্রায় একযুগ পর জ্যাসনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার।

অন্যদিকে ছিল তাদের বয়সের ব্যবধানও। ৫৪ বছর বয়সী লিসার চেয়ে ১২ বছরের ছোট জ্যাসন।

কেইউ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS