• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ঘুমের মধ্যেই মারা গেলেন জনপ্রিয় হলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৫
কার্ল ওয়েদার্স
কার্ল ওয়েদার্স

মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কার্ল ওয়েদার্স। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে ঘুমের মধ্যেই মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬।

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় মুভি সিরিজ ‘রকি’,‘প্রিডেটর’ ও ‘স্টার ওয়ারস’ এ অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন কার্ল ওয়েদার্স।

সত্তরের দশকে ‘রকি’ ফ্রাঞ্চাইজির চার সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন কার্ল ওয়েদার্স। পরে অ্যাপোলো ক্রিড চরিত্রে অভিনয় করে রীতিমতো সিনেমাপ্রেমীদের নজর কাড়েন তিনি।

এরপর ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজিতেও দেখা গেছে ওয়েদার্সকে। হলিউডের বড় বড় সব তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। ‘রকি’ সিনেমায় সিলভেস্টার স্ট্যালন, প্রিডেটরে আরনল্ড শোয়ার্জনেগার ও স্টার ওয়ারসের হ্যারিসন ফোর্ডের সঙ্গে কাজ করেন এই গুণী অভিনেতা।

১৯৪৮ সালে নিউ অরলিন্সে জন্মগ্রহণ করেন কার্ল ওয়েদার্স। লুইজিয়ানায় দিনমজুর বাবার ঘরে জন্ম নেওয়া এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছিল একজন ফুটবলার হিসেবে। পরে অভিনয়ে ক্যারিয়ার গড়তে ১৯৭৪ সালে ফুটবল থেকে অবসর নেন এই তারকা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পেশাদার ফুটবলার হিসেবে নাম লেখান কার্ল ওয়েদারস। ১৯৭০ সালে অকল্যান্ড রেইডারের এজন ফ্রি এজেন্ট হিসেবে সাতটি খেলায় অংশ নেন তিনি। ১৯৭৫ সালে আর্থার মার্কসের বাকটাউন এবং ‘ফ্রাইডে ফস্টার’র মাধ্যমে গুরত্বপূর্ণ চরিত্রে অভিষেক হয় কার্ল ওয়েদারসের।

ক্যরিয়ারে ৭৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন কার্ল ওয়েদারস। এরমধ্যে রয়েছে ‘রকি’ সিরিজের চারটি চলচ্চিত্র, প্রিডেটর, হ্যাপি গিলমোরের মতো অসংখ্য জনপ্রিয় কাজ রয়েছে অভিনেতার ঝুলিতে।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh