Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ৪ মাঘ ১৪২৮
discover

করোনায় আক্রান্ত স্বস্তিকা

করোনায় আক্রান্ত স্বস্তিকা
স্বস্তিকা মুখার্জি

ভারতীয় তারকাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। বলিউড কিংবা টালিউড সবখানেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির দেহে পড়ল করোনার ছোবল। অভিনেত্রী নিজেই তথ্যটি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে অন্যদের মতো সাধারণ কথায় নয়, স্বস্তিকা তার করোনার খবর জানিয়েছেন একটু ঘুরিয়ে-পেঁচিয়ে। অভিনেত্রী লিখেছেন, ‘শুনছিলাম এবারও যাদের করোনা হচ্ছে না, তারা নাকি যমেরও অরুচি। যাক আমি আর যমের অরুচির লিস্টে নেই।’

এই কথাতেই স্পষ্ট, করোনায় আক্রান্ত স্বস্তিকা। স্ট্যাটাসে তিনি আবার মজা করে যমের সঙ্গে আলাপও করেছেন! যেখানে যম তাকে প্রশ্ন করছে, ‘আপনি কি কো-ভার্জিন?’ বলা প্রয়োজন, যারা এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হননি, তাদের কো-ভার্জিন বলা হচ্ছে। যমের এমন প্রশ্নের জবাবে স্বস্তিকার উত্তর- ‘আমি নেগেটিভ স্যার।’

করোনার খবর জানালেও বর্তমানে তার কী অবস্থা, সেটা জানাননি স্বস্তিকা। ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই স্বস্তিকা মানুষকে সহযোগিতা করে আসছিলেন। কখনো জোগাড় করে দিয়েছেন রক্ত, কখনো অক্সিজেন, আবার কখনো অসহায় মানুষের খাবারের বন্দোবস্তও করেছেন অভিনেত্রী। যার জন্য বাহবা পেয়েছিলেন গুণী এই তারকা।

কেইউ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS