Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৫ মে ২০২২, ১১ জ্যৈষ্ঠ ১৪২৯

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২২, ১৩:৩৭
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩:৩৯

ফিরোজা পাথরের সেই ব্রেসলেটের রহস্য ফাঁস করলেন সালমান

ফিরোজা পাথরের সেই ব্রেসলেটের রহস্য ফাঁস করলেন সালমান
ছবি: সংগৃহীত

বলিউডের তারকা অভিনেতা সালমান খানের সবসময়ের সঙ্গী ফিরোজা পাথর বসানো একটি ব্রেসলেট। সিনেমার শুটিংয়ের সময় ছাড়া ব্রেসলেটটি কখনো হাতছাড়া করেন না ভাইজান। সব সাজের সঙ্গেই তার হাতের ব্রেসলেটটি নজর কাড়ে। বাবা সেলিম খানের দেওয়া এই লাকি ব্রেসলেট ছাড়া কিছু ভাবতেই পারেন না সালমান।

ভাইজানের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহলের অভাব নেই। তার হাতের ব্রেসলেটটিকে নিয়েও প্রচুর জল্পনা-কল্পনার ঘোরে নেটিজেনরা। এমনকি সেটি অনুকরণ করে নকল ব্রেসলেট বর্তমানে অনেক মানুষের হাতে দেখা যায়। এবার সেই ব্রেসলেটের রহস্য উন্মোচন করলেন সালমান খান।

অভিনেতার ভাষ্য, ‘আমার বাবা এটা সবসময় পরত। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও ব্রেসলেটটা নিয়ে খেলতাম। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’

ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানিয়েছিলেন, ‘এটার সঙ্গে যেটা হয় তা হল যখনই কোনো নেতিবাচক জিনিস তোমার দিকে আসে তখন পাথরটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS