Mir cement
logo
  • ঢাকা রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৫:৪৮
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:১৪

গুঞ্জন হলো সত্যি, বিয়ে করছেন রাকুল

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে গত অক্টোবর মাসে নিজের জন্মদিনে প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং।

অভিনেতা-প্রডিউসার জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্ক রয়েছে রাকুলের। নতুন খবর হলো, প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন রাকুল।

বলিউডে এখন বিয়ের মৌসুম, কবে বিয়ে করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর? এমন প্রশ্নে তিনি জানান, যখনই বিয়ে করবেন বাকি সবকিছুর মতোই সে কথাও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করবেন। আপাতত নিজের ক্যারিয়ারেই ফোকাস রাখতে চান নায়িকা। তবে বলিউডে জোর গুঞ্জন, বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।

২০২২ সালে রাকুলের দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ১৭ জুন মুক্তি পাবে ডক্টর জি। এতে তার বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। একই বছরের ২৯ জুলাই মুক্তি পাবে থ্যাংক গড। এতে রাকুলের সঙ্গে রয়েছেন অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা।

সম্প্রতি অভিনেত্রীর নতুন সিনেমা ছত্রিওয়ালীর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাকুল। সিনেমায় কনডম পরীক্ষকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কেইউ/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS