Mir cement
logo
  • ঢাকা রোববার, ১৬ জানুয়ারি ২০২২, ২ মাঘ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২১, ১২:২৫
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩:০৮
discover

সড়ক দুর্ঘটনায় দুই মডেলের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

২০১৯ সালে মিস কেরালার শিরোপাজয়ী আনসি কবীর এ বছর মিস সাউথ ইন্ডিয়ার শিরোপাও জিতেছিলেন। আর অঞ্জনা শাহজাহান মিস কেরালার রানার্সআপ। ভারতের এই দুই সম্ভাবনাময়ী তারকা মডেল গত সোমবার (১ নভেম্বর) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান কেরালায় একটি গাড়িতে যাচ্ছিলেন। ফটোশুট থেকে ফিরছিলেন তারা। হঠাৎ গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি সরাসরি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

২০১৯ সালে মিস কেরালা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময়ই আনসি এবং অঞ্জনার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুজনে চিরঘুমের দেশে চলে গেলেন একইসঙ্গে।

কেইউ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS