• ঢাকা বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আবাসিক হোটেলে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৭:১৮
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে একটি আবাসিক হোটেলে আগুনে আব্দুল বারেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে হোটেল রোজ ভিউ নামে একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের একটি কক্ষে ছিলেন।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ১টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৈদুত্যিক গোলযোগে হোটেলের স্টোররুম থেকে লাগা আগুনের ধোঁয়া লাগোয়া কক্ষে ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। আগুনের ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে’
যে কারণে চট্টগ্রামের বিমান ঢাকায় অবতরণ
চট্টগ্রামের আলোচিত ২ ওসিকে প্রত্যাহার
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবকের মৃত্যু
X
Fresh