Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২৭
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯

বিড়াল কাঁদালো মিমকে

বিড়াল কাঁদালো মিমকে

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের পশুপ্রেম নতুন কিছু নয়। তিনি বেশ কয়েকটি বিড়াল পোষেন। এর মধ্যে হঠাৎ করে তার বার্বি নামে একটি বিড়াল ছানা মারা যায়। অনেক চেষ্টা করেও মিম বিড়াল ছানাটিকে বাঁচাতে পারেননি। দুজন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করেও শেষ রক্ষা হয়নি বলে গণমাধ্যমকে জানান মিম।

বিড়াল ছানার মৃত্যুতে ভেঙে পড়েছেন এই চিত্রনায়িকা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিড়ালটি আমার সন্তানের মতো ছিল। ওর মৃত্যু আমাকে খুব কষ্ট দিয়েছে। বার্বি সারা দিন কাঁদিয়েছে আমাকে।এখনো ওর কথা মনে পড়লেই কান্না আসছে।’

মিম আরও জানান, তিনি বাসায় না থাকলে বিড়ালটি বেশির ভাগ সময় তাঁর খাটের নিচে থাকত। শুক্রবার শুটিংয়ের জন্য বাইরে ছিলেন। খাওয়ানোর জন্য সহকারী খাটের নিচ থেকে বিড়ালটিকে টেনে বের করতে গিয়েই অঘটন ঘটে। এ সময় জোরে টান লেগেছে। এ কারণে হয়তো আঘাতটা নিতে পারেনি বলে মিমের ধারণা।

কেইউ/এমএন

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS