• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মা হলেন নুসরাত, আত্মহারা মিমি

বিনোদন ডেস্ক

  ২৬ আগস্ট ২০২১, ১৯:০৩
ছবিতে নুসরাত-মিমি।

টালিউডের তুমুল জনপ্রিয় দুই তারকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। দুজনে একই রাজনৈতিক দলের হয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। আজ দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। আর বান্ধবীর মা হওয়ার খবরে খুশিতে আত্মহারা মিমিও।

আনন্দ ধরে রাখতে পারলেন না যোদ্ধা খ্যাত অভিনেত্রী। করোনার কারণে সামনাসামনি গিয়ে দেখা করার পরিস্থিতি এখন নেই। তাই নেটমাধ্যমেই আপাতত সেই কাজ সারতে হলো মিমিকে। টুইট করে লিখলেন, ‘শুভেচ্ছা নুসরাত। ইচ্ছে করছে সামনে গিয়ে জড়িয়ে ধরি তোমায়। প্রচুর ভালোবাসা এবং আলিঙ্গন পাঠালাম।’

গতকাল বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নুসরাতকে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১টা দিকে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা।

জানা গেছে, নবজাতকের ওজন ২.৯ কেজি। মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে। আজ সন্তান জন্ম নেয়ার সময় নুসরাতের ইচ্ছে অনুসারে যশ ছিলেন তার সঙ্গে। নুসরাতের মা হওয়ার পুরো সময়েই যশ তার সঙ্গী ছিলেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৬ জনের পরিবার থেকে যেভাবে সন্তানদের পড়ালেখা করিয়েছেন নাজমিন হক
কন্যাসন্তান নিয়ে মুখ খুললেন পরীমণি
মায়ের হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার, আপ্লুত মিমি
ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত
X
Fresh