Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

বাংলাদেশের সিনেমার শুটিং হাইতিতে

ছবি: হাইতিতে ক্রু-ছাড়া 'নীল মুকুট'র শুটিংয়ের ফাঁকে কামার-সারা

'নীল মুকুট' ছবির বিচিত্র অভিজ্ঞতা জানালেন পরিচালক কামার আহমেদ সাইমন। ছবিটির দৈর্ঘ্য প্রায় ১০০ মিনিট, যার মধ্যে ৬৫ মিনিটই শুটিং হয়েছে অর্ধেক পৃথিবী দূরের দেশ হাইতিতে।

আর সেই শুটিং করতে গিয়ে একেবারে শেষ মূহুর্তে ক্রুদের কেউ ভিসা না পাওয়ায় তৈরি হয়েছিল এক জটিল পরিস্থিতি।

পরিচালক জানিয়েছেন, 'বাংলাদেশ থেকে হাইতি যেতে হলে আপনাকে নিউইয়র্ক হয়ে যেতে হবে, সেইক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকাটা জরুরি। আমার আর সারার সেই ভিসা থাকলেও বাকি ক্রুদের কারো মার্কিন ভিসা ছিলো না। এর মধ্যে আবার যাদের নিয়ে শুটিং তাঁরা সব অনেক আগেই পৌঁছে গেছে হাইতি। আমি যদিও খুব ছোট ইউনিটে কাজ করে অভ্যস্ত, তবু একদম কোন ক্রু ছাড়া হাইতির মতো এতদূর দেশে গিয়ে শুটিং করার সাহস করাটাই একটা বিরাট যুদ্ধ ছিল।'

আর সেই যুদ্ধে কামারের সাথে ছিলেন প্রযোজক সারা আফরীন। সেই অভিজ্ঞতা জানিয়ে সারা বলেন, 'প্রায় দুই-বছরের অনুমতি জটিলতা কাটিয়ে যখন হাইটিতে শুটিংয়ের সব ঠিক হলো, শেষ মূহুর্তে হলো এই ভিসা জটিলতা। এর আগে কখনো আমাকে ইকুইপমেন্ট নিয়ে সরাসরি প্রোডাকশনে কাজ করতে হয়নি। কিন্তু হাইতিতে যেহেতু আর কোনো উপায় ছিলো না, হয় আমাদেরকেই শুটিং করতে হবে নয়তো শুটিং বাতিল করতে হবে - এইরকম একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত নিলাম যা করার আমরাই করবো।'

কামার আহমেদ সাইমন জানিয়েছেন, শিগগিরই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS