Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ৩০ জুলাই ২০২১, ১৫ শ্রাবণ ১৪২৮

গোয়ায় মোনালিসার উষ্ণতা

ছবি সংগৃহীত।

অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। ভোজপুরী চলচ্চিত্র জগৎ কাঁপানো এই অভিনেত্রী উষ্ণতা ছড়াচ্ছেন গোয়ায়। মোনালিসার এসব ছবি দেখে মুগ্ধ ভক্তরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘দুপুর ঠাকুরপো’-র দ্বিতীয় কিস্তিতে ‘ঝুমা বৌদি’ হিসেবে জনপ্রিয় মোনালিসা তার স্বামী, ভোজপুরী অভিনেতা বিক্রম সিং রাজপুতের সঙ্গে সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় দিকে নজর রাখলে দেখা যাচ্ছে কখনও শ্যাওলা রঙের বিকিনি, কখনও নীল রঙের বিকিনি টপ ও স্কার্টে, কখনও আবার হালকা নীল চাপা পোশাক পরে গোয়া মাতাচ্ছেন মোনালিসা।

এছাড়া স্বামীর সঙ্গে একাধিক মজার রিল ভিডিও বানিয়েও ভক্তদের সঙ্গে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

শ্যাওলা রঙের বিকিনিতে লাস্যময়ী মোনালিসা সবার নজর কেড়েছেন। ছবিগুলোতে দেখা যায়, সুইমিং পুলের ধারে বসে রয়েছেন তিনি। তার উন্মুক্ত পিঠ ও পায়ে রোদের আলো এসে পড়েছে। কোনও ছবিতে আবার তার পা ভিজছে পানিতে। কোনও ছবিতে তিনি পুলের ধারে আধশোয়া অবস্থায় পোজ দিয়েছেন ক্যামেরার দিকে।

ক্যাপশনে লেখা, ‘ব্যস্ততা ভুলে আরাম করো।’ ছবির নীচে হ্যাশট্যাগে লেখা, ‘গোয়া’, ‘লাভ’, ‘রিল্যাক্স’, ইত্যাদি। সেখানেই নিজেকে ‘ওয়াটার বেবি’ বলে পরিচয় দিয়েছেন মোনালিসা।

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS