Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮

লেয়া সিদুর অনিশ্চয়তা

লেয়া সিদু

ফরাসি অভিনেত্রী লেয়া সিদু। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগের ২৪টি চলচ্চিত্রের মধ্যে ৩টিতে কাজ করেছেন তিনি।

করোনাভাইরাস পজেটিভ হওয়ায় এই আয়োজনে হয়তো অংশই নেয়া হবে না তার। এখন প্যারিসে কোয়ারেন্টিনে রয়েছেন লেয়া সিদু।

এই অভিনেত্রী করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। লেয়া সিদুর মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। তারদু অভিনীত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’, ইলদিকো আনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ এবং ব্রুনো দুমোর ‘ফ্রান্স’ স্বর্ণ পাওয়ার জন্য লড়ছে।

এছাড়া প্রতিযোগিতা বিভাগের বাইরে রয়েছে আরনো দিপ্লিশাঁর ‘ডিসিপশন’। জানা গেছে, লেয়া সিদু তার কান ভ্রমণ বাতিলও করতে পারেন।

অন্যদিকে যদি চিকিৎসকদের অনুমতি পান তাহলে কান উৎসবে অংশও নিতে পারেন তিনি। ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কান উৎসবে সেরা অভিনেত্রী হয়েছিলেন লেয়া সিদু।

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS