Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

বিনোদন ডেস্ক

  ২৩ জুন ২০২১, ১৭:৩১

সাই-ফাই থ্রিলারে প্রিয়াঙ্কা সরকার

প্রিয়াঙ্কা সরকার

বলিউড ও হলিউডে সাই-ফাই ছবি নিয়মিত নির্মিত হয়ে থাকে। তবে টালিউডে এই চর্চাটা তেমন একটা নেই। এবার পরিচালক রাহুল মুখোপাধ্যায় সাই-ফাই থ্রিলারের ‘চং চং’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। নব্বইয়ের দশকের শেষ থেকে ২০২১ পর্যন্ত সময়কাল তুলে ধরা হবে ছবির মধ্যে।

ভারতীয় গণমাধ্যমকে পরিচালক রাহুল জানিয়েছেন, সাই-ফাইয়ের মধ্যেই একাধিক পরত রয়েছে। রয়েছে ডার্ক কমেডির ফ্লেভারও।

জানা গেছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্ল। অবসরপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মিলবে প্রিয়াঙ্কার। তার চরিত্রের নাম কোটি।

এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এই ধরনের ছবির প্রস্তাব আগে কখনো পাননি। বয়স আর সময়ের বিচারে তার লুক, শারীরিক অঙ্গভঙ্গি বদলাবে।

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS