Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১, ১২ শ্রাবণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৫:৩২
আপডেট : ২৩ জুন ২০২১, ১৬:০০

জলকেলিতে মত্ত সন্তান সম্ভবা নুসরাত জাহান (ভিডিও)

জলকেলিতে মত্ত সন্তান সম্ভবা নুসরাত জাহান
নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত

টালিউড অভিনেত্রী ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান আবার নতুন আলোচনায়। জলকেলিতে মত্ত সন্তান সম্ভবা নুসরাত জাহান ভেজা শরীরের ভিডিও দিয়ে জানান, ‘ঝুঁকি নিলেই গল্প তৈরি হয়’। কালো পোশাক ভেসে বেড়াচ্ছে জলের মধ্যে। নুসরাতের চোখে কাজল, ভেজা চুল তাঁর পিঠ ছুঁয়েছে। এই ভিডিও দিয়ে আবার তিনি নতুন আলোচনায়।

নেটিজেনদের একাংশের প্রশ্ন তা হলে কি নুসরাত চান, তাঁর জীবন নিয়ে গল্প তৈরি হোক? অবশ্য তা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, যশের সঙ্গে সম্পর্ক, গর্ভধারণ, নিখিলের সঙ্গে তার বিয়েকে ‘সহবাস’নাম দেওয়া, সাংসদের জীবনের এই সমস্ত ঘটনা গত কয়েক মাস ধরে খবরের শিরোনাম হয়েছে।

টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের নতুন ভিডিওতে কটাক্ষের শেষ নেই। ফের নিখিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আক্রমণে ব্যস্ত অধিকাংশ নেটাগরিক। ‘অবিশ্বাসী’, ‘অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছ তুমি। তাই গল্প তৈরি হয়ে গিয়েছে’, ইত্যাদি মন্তব্যে ভরা ভিডিওর মন্তব্য বাক্স।

কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ নিরুত্তাপ। তিনি আগেও জানিয়েছেন, তার জীবন তিনি নিজের মতো করে কাটাতে চান। সমাজের চোখ রাঙানিতে তিনি ভয় পান না। সূত্র : জি নিউজ

পি

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS