Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ জুন ২০২১, ৮ আষাঢ় ১৪২৮

চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব মারা গেছেন
ফাইল ছবি

ভারতের চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় ঘুমের মধ্যেই দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া ছিল বার্ধক্যজনিত সমস্যা।

আরও পড়ুন...বন্ধুর খালি বাড়িতে ডেকে নিয়ে দুই বান্ধবীকে ধ'র্ষণ

পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আরও এক দফায় ডায়ালাইসিস হওয়ার কথা ছিল বুদ্ধদেবের। কিন্তু তার স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তিনি সাড়া দিচ্ছেন না। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

দূরত্ব’, ‘নিম অন্নপূর্ণা’, ‘গৃহযুদ্ধ’, ‘ফেরা’, ‘বাঘ বাহাদুর’, ‘উত্তরা’ তার উল্লেখযোগ্য সিনেমা। ‘তাহাদের কথা’, ‘চরাচর’ তার বহু প্রশংসিত সিনেমা। বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আনাড়ার জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। তার বাবা রেলে চাকরি করতেন। ১২ বছরে হাওড়ার স্কুলজীবন শুরু করেন। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়।

এসএস

RTV Drama
RTVPLUS