Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৩ জুন ২০২১, ৯ আষাঢ় ১৪২৮

বিনোদন ডেস্ক

  ০৪ জুন ২০২১, ১৪:২৩
আপডেট : ০৪ জুন ২০২১, ১৫:৪২

অবিকল শাহরুখ খান (ভিডিও)

ছবিতে শাহরুখ খান-ইব্রাহিম কাদ্রি।

দেখে বোঝার উপায় নেই তিনি শাহরুখ খান নন। এতোটা চেহারার মিল, যেন অবিকল কিং খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইব্রাহিম কাদ্রি।

ইনস্টাগ্রামে ইব্রাহিম কাদ্রিকে প্রায় সব ছবিতেই শাহরুখ খানের কোনও না কোনও লুক নকল করে পোজ দিতে দেখা গেছে। এছাড়া কিং খানের ছবির গানে অভিনয় করেছেন।

অনেকেই বিশ্বাস করেন পৃথিবীতে প্রতিটি মানুষেরই ৭জন হামসকল রয়েছ। মাঝে মধ্যেই তারকাদের হামসকলের ছবি ভাইরাল হয়। এবার ভাইরাল শাহরুখের এই 'হামসকল'। তবে এর আগেও হুবহু শাহরুখ খানের হামসকল পাওয়া গিয়েছিল। কিন্তু ইব্রাহিম সবার চেয়ে এগিয়ে সেরা।

ইনস্টাগ্রামে শাহরুখ ভক্তরা খুঁজে বার করেন ইব্রাহিমকে। তারপর থেকে বেড়েই চলেছে ফলোয়ারের সংখ্যা। ৫ লাখ ফলোয়ার তার। ইব্রাহিম কোথায় থাকে তা জানা যায়নি।

এর আগে সালমান খানের হামসকল নিয়ে কয়েক দিন আগেই হইচই পড়েছিল।