logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭
অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১৬:৩৬
আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৬:৫৯

ক্যাটরিনার নয়া প্রেমিক কে?

সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙেছে বহু আগেই। সদ্যই ভেঙেছে রণবীরের সঙ্গে। তবে ক্যাটরিনা কাইফ তো আর বসে থাকার পাত্রী নন। শোনা যাচ্ছে, ফের প্রেমে পড়েছেন হালের এই সেনসেশন। এমনই খবর ভেসে বেড়াচ্ছে বলিউড পাড়ায়।

মঙ্গলবার জি নিউজ জানিয়েছে, ক্যাটরিনার নতুন প্রেমিক আর কেউ নন। ‘আশিকি-টু’খ্যাত তারকা আদিত্য রায় কাপুর। ‘ফিতুর’ সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়। তার পর থেকে তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

বর্তমানে ‘ড্রিম টিম’ প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন ক্যাট-আদিত্য। এতে বলিউডের গুণী নির্মাতা করন জোহরের নেতৃত্বে আলিয়া ভাট, বরুন ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, পরণীতি চোপড়ার সঙ্গে পারফর্ম করছেন তারা।

শোনা যাচ্ছে, এরই ফাঁকে জোড়া হয়ে ঘুরছেন শিলা কি জওয়ানি খ্যাত তারকা ক্যাটরিনা ও ফিতুর হিরো আদিত্য।

এদিকে পিঙ্কভিলা জানিয়েছে, ক্যাটরিনা-আদিত্যকে নিয়ে প্রেমের গল্প ছড়ানো হচ্ছে।এসব ভিত্তিহীন, গুজব। তারা কেবলই ভালো বন্ধু। তাদের সম্পর্কে যা বলা হচ্ছে তা অসত্য ও রুচিহীন।  

RTVPLUS