• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

সালমানের ‘রাধে’র চাপে ক্র্যাশ করলো ওটিটি প্ল্যাটফর্ম

বিনোদন ডেস্ক

  ১৪ মে ২০২১, ১৬:৪০
রাধে'র দৃশ্যে সালমান-দিশা।

বলিউডের সুপারস্টার সালমান খানের বহুল আলোচিত ছবি ‘রাধে’। করোনার কারণে সিনেমা হলের পরিবর্তে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

কিন্তু মুক্তির দিন থেকেই ওটিটি প্ল্যাটফর্মে এতোই চাপ পড়েছে যে ক্রাশ করে জিফাইভ ও জিপ্লেক্স অ্যাপ দুটি।

ভারতে জিফাইভ ও জিপ্লেক্স এবং ভারতের বাইরে সিনেমাহলে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘রাধে’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা তাড়াহুড়া করে সবাই লগইন করতে চান ওটিটি অ্যাপে। কিন্তু দর্শকদের চাপে ক্র্যাশ করলো জিফাইভ অ্যাপ।

মুহূর্তেই ভেঙে পরে অ্যাপের পরিষেবা। তবে সবাই যে ছবিটি দেখতে পাননি, তা নয়। অনেকেই দেখেছেন।

জিফাইভ টুইটারে পোস্ট করে জানায়, ‘আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি।’

প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ ছবিতে সালমানের সঙ্গে বিপরীতে রয়েছেন দিশা পাটানি। আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, জ্যাকি শ্রফও। ছবিটি মুক্তির আগে সালমান-দিশার চুম্বন দৃশ্য নিয়ে হইচই পড়ে যায়।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
শপআপে নিয়োগ, ২০ বছর হলেই আবেদনের সুযোগ
ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
X
Fresh