• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যে কঙ্গনার টুইটার বন্ধ

বিনোদন ডেস্ক

  ০৪ মে ২০২১, ১৪:৩০
কঙ্গনা রানাউয়াত, বলিউড, পশ্চিমবঙ্গ, বিধানসভা, নির্বাচন, টুইট, বিতর্ক,
কঙ্গনা রানাউয়াত

২০২১-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী হিংসা নিয়ে একাধিক টুইট করেছিলেন কঙ্গনা রানাউয়াত।

আর সে কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হলো তার টুইটার অ্যাকাউন্ট। টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

তৃণমূল শাসিত বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেন বিজেপি সমর্থক কঙ্গনা। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সাময়িকভাবে নয়, পাকাপাকিভাবে বন্ধ করা হয়েছে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর একাধিক টুইট করেছিলেন কঙ্গনা। একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। তার দাবি, যে সব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনোরকম হিংসামূলক কর্মকলাপ দেখা যায়নি। তবে বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুরু হয়েছে হত্যালীলা। ‘#বেঙ্গলইজবার্নিং’ জাতীয় হ্যাশটাগও ব্যবহার করেছিলেন অভিনেত্রী।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও কটাক্ষ করতে পিছপা হননি বলিউডের বিতর্কিত নাম কঙ্গনা। তাকে রাবণের সঙ্গে তুলনা করেও টুইট করেন। লিখেছিলেন, ‘খলনায়ক হতে গেলে পরাক্রমী রাবণের মতো হন। ঠিক যেমন মমতা দিদি’।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh