Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮

অক্সিজেন কিনতে বাইক বিক্রি করলেন অভিনেতা

হর্ষবর্ধন রানে,
হর্ষবর্ধন রানে

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙছে। হাসপাতালগুলোতে বেড ও অক্সিজেনের অভাব। অনেকেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন।

এবার করোনা আক্রান্ত দুস্থ রোগীদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর জোগাতে এগিয়ে এসেছেন তেলেগু ছবির অভিনেতা হর্ষবর্ধন রানে।

তিনি বলিউডের ‘সনম তেরি কসম’, ‘পল্টন’, ‘তায়েশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই মুহূর্তে তার হাতে কয়েকটি ছবির কাজ রয়েছে।

হর্ষবর্ধন রানের একটি শখের মোটরবাইক রয়েছে। প্রায়ই সেটি নিয়ে ঘুরতে বের হন তিনি। এবার অক্সিজেন কনসেনট্রেটর জোগাতে মোটরবাইকটিই বেচে দিলেন তিনি।

টুইটারে এই অভিনেতা লিখেছেন, ‘অক্সিজেন কনসেনট্রেটরের পরিবর্তে আমার বাইকের মায়া ত্যাগ করলাম। অক্সিজেন কনসেনট্রেটরগুলো পৌঁছে যাবে করোনা আক্রান্তদের কাছে। দয়া করে হায়দরাবাদে কোথায় ভালো অক্সিজেন কনসেনট্রেটর পাওয়া যাবে সেটির খোঁজ দিয়ে আমাকে সাহায্য করুন।’

এম

RTV Drama
RTVPLUS