Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক

  ০২ মে ২০২১, ১০:৫২
আপডেট : ০২ মে ২০২১, ১০:৫৮

নিজেকে ২৭ বছরের ছোট দিশার বয়সের লেগেছে দাবি সালমানের

ছবিতে সালমান খান-দিশা পাটানি।

বলিউডের নায়কদের হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পর্দায় রোমান্স নতুন কিছু নয়। এই ব্যাপারে সালমান খানের জুরি মেলা ভার।

বলিউডের এই সুপারস্টার এবার নিজের চেয়ে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রগরগে প্রেম পর্ব নিয়ে হাজির হচ্ছেন।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে ঝড় তুলবেন সালমান-দিশা। এদিকে তাদের দুজনের বয়স নিয়ে আপত্তি তুলেছেন সিনেমাপ্রেমীদের একাংশ। তবে সে সবের ধার ধারেন না ‘ভাইজান’।

এক ভিডিওতে দিশার ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতা। সালমানের ভাষ্য, ‘খুব ভালো কাজ করেছে দিশা। খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আমাদের দু’জনকে সমবয়সী মনে হচ্ছে। ওকে আমার বয়সের নয়, আমাকে ওর বয়সের মতো মনে হচ্ছে।’

তিনি আরও জানালেন, যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা হলে একইভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন অবলীলায়।

সালমান এই প্রথম যে কম বয়সী নায়িকার সঙ্গে পর্দায় আসছেন এমন না। এর আগে সোনম কাপুর, আনুশকা শর্মা, জ্যাকুলিন ফার্নান্ডেজদের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দায় জমিয়ে প্রেম করেছেন। তারা প্রত্যেকেই সালমানের চেয়ে প্রায় বছর ২০ বা তার বেশি ছোট।

এম

RTV Drama
RTVPLUS