logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ এপ্রিল ২০১৭, ১৩:১৬
আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৩:২৫

অনন্তর সিদ্ধান্ত

মাস খানেক আগে কোমলপানীয় ম্যাক্স কোলার ব্র্যান্ড আম্বাসিডর হয়ে গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন নায়ক-পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল।

দুই বছরের বেশি সময় হতে চললো নতুন ছবির ঘোষণা দিয়েও কাজ শুরু করেননি। অনেকেই ধরেই নিয়েছিলেন অনন্ত বুঝি চলচ্চিত্র থেকে বিদায় নিলেন।

তবে না এখনই বিদায় না। নিজের ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে এতোদিন 'দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক'র কাজ শুরু করতে পারেনি বলে জানিয়েছেন অনন্ত।

আগামী মাসেই এ ছবির মহরত করবেন জানা গেছে।

সিনেমায় মন্দা বাজার তার চেয়ে ব্যবসায় মন দেয়াই মঙ্গলজনক।কিন্তু লাভ-ক্ষতি নিয়ে ভাবতে চান না অনন্ত।

তিনি ভেবে দেখেছেন,তার ভক্ত এবং দর্শকদের জন্য কিছু করা দরকার। তাদের কাছ থেকে অনেক বেশি চাপ অনুভব করছেন। নতুন ছবি দেখতে চান সবাই। তাই সিদ্ধান্ত নিয়েছেন, শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন।

ছবিতে প্রধান দু'টো চরিত্রে অভিনয় করবেন অনন্ত ও বর্ষা।

সবশেষ ২০১৫ সালে এ নায়কের 'মোস্ট ওয়েলকাম টু' ছবিটি মুক্তি পায়। ২০১০ সালে 'খোঁজ- দ্য সার্চ' ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার।

 

এইচএম

RTV Drama
RTVPLUS