logo
  • ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২০, ৯ মাঘ ১৪২৭

সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৬ এপ্রিল ২০১৭, ১১:২৮ | আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১১:৩৫
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের মুম্বাইয়ের একটি আদালত।

নির্মাতা শাকিল নুরানীকে হুমকির অভিযোগের 'মুন্না ভাই' খ্যাত অভিনেতার নামে শনিবার এ আদেশ দেয়া হয়। 

২০০২ সালের এপ্রিল মাসে শাকিল নুরানীর সিনেমায় অভিনয় করার কথা বলে ৫০ লাখ রুপি নেন সঞ্জয়। কিন্তু পরে আর নুরানীর সিনেমায় অভিনয় করেননি। এমনকি অর্থও ফেরত দেননি। সঞ্জয়ের সঙ্গে নুরানীর চুক্তি ছিল- অভিনয় না করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

২০১৩ সালে নুরানীর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মুম্বাইয়ের একটি আদালত। তখন অবশ্য সঞ্জয় জামিন পেয়েছিলেন। এরপরও সঞ্জয় অর্থ পরিশোধ না করায় মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হন নুরানী। অবশেষে হাইকোর্টের নির্দেশেই সঞ্জয়ের বিরুদ্ধে শনিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

নুরানী এখন সাইনিংয়ের ৫০ লাখ রুপি ও ক্ষতিপূরণ হিসেবে আরো ২ কোটি রুপি ফেরত চাইছেন। 

এদিকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি পর্যালোচনা আবেদন করেছেন সঞ্জয়।

টাইমস অব ইন্ডিয়া অনুসরণে

 

এইচএম

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়