Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৭ মে ২০২১, ২৪ বৈশাখ ১৪২৮

নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চাই: দেবলীনা

নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চাই: দেবলীনা
দেবলীনা কুমার

টালিউড ইন্ডাস্ট্রিতে স্পষ্টকথনের জন্য বিখ্যাত অভিনেত্রী দেবলীনা কুমার। কথার মতোই নিজের শরীরচর্চায় কোন ছাড় দেন না তিনি। নিয়মিত জিম করেন কিংবা অন্য যেকোন উপায়েই হোক না কেন শরীরচর্চা বন্ধ থাকে না তার।

শরীরচর্চা নিয়ে এত সতর্ক থাকার কারণ হিসেবে দেবলীনা বলেন, ওজন আমার কাছে নিছকই সংখ্যা বা সাইজ নয়। আসলে, নগ্ন অবস্থাতেও নিজেকে সুন্দর দেখতে চাই! তাই সঠিক ওজন ধরে রাখতে এত শরীরচর্চা করি।

আরও পড়ুনঃ আমেরিকায় দেহ দান করেছেন এস আই টুটুল

কিছুদিন আগে নেটমাধ্যমে রোগা থাকার আরও একটি কারণ জানিয়েছিলেন এই অভিনেত্রী। তখন বলেছিলেন- ছোট থেকেই বেশ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি। অভিনয়ে আসার আগে বাড়তি মেদ ঝড়াতে শরীরচর্চা শুরু করেন। মেদ ঝরতেই নিজের রূপে মুগ্ধ হয়ে যান দেবলীনা। সেই থেকেই শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন দেবলীনা।

আরও পড়ুনঃ যে কারণে প্রিয়াঙ্কার ওপর দোষ চাপালেন চাচাতো বোন মীরা

প্রসঙ্গত, নিয়মিত জিমে না গেলে খাওয়া-ঘুম প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয় দেবলীনার। গত বছর লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। তাতে বেশ দ্রুত ছিপছিপে হয়েছিলেন এ অভিনেত্রী

সূত্র: আনন্দবাজার

এনএস

RTV Drama
RTVPLUS