logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

স্বামীর সঙ্গে কাটছে মাহির বৈশাখ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৪ এপ্রিল ২০১৭, ১৭:১৭ | আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৭:২০
সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে 'পবিত্র প্রেম' ছবির শুটিং এ অংশ নিচ্ছিলেন তিনি।

বৈশাখের আগের দিন শুটিং হওয়াতে কথা প্রসঙ্গে চলে আসে মাহির বৈশাখী ভাবনা নিয়ে।

এ ব্যাপারে মাহি বলেন, নায়িকা হবার আগের পহেলা বৈশাখ পালনের দিনগুলোকে মিস করি ভীষণ। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা ও গল্পে কাটতো সারাদিন।

মাহি আরো বলেন, আগের মতো অবসর পাই না। ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। তবে এবারের বৈশাখ ভালো কাটছে। কারণ আজ কোনো ছবির শুটিং রাখিনি। অপুকে (স্বামী) নিয়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছি।

মাহি এখন কাজ করছেন পবিত্র প্রেম, জান্নাত, মনে রেখো ছবির। এ মাসে 'ময়না' নামে আরো একটি নতুন ছবির কাজ শুরু করবেন মাহি।

ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়ক সোহম।

 

এইচএম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়