Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

জিমে ঘাম ঝরানোর সময় যার কথা ভাবেন জাহ্নবী

জিমে ঘাম ঝরানোর সময় যার কথা ভাবেন জাহ্নবী
ফাইল ছবি

বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় লুকে ছবি ও ভিডিও প্রকাশ করে নেটদুনিয়ায় ঝড় তুলেন প্রয়াত শ্রীদেবী কন্যা। এবার জিমে অনুশীলনের একটি ভিডিও শেয়ার করে নতুন বার্তা দিলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, জিম করার সময় ‘শিলা কি জওয়ানি’ গানটি গাইছেন জাহ্নবী। হঠাৎ কেন শিলার কথা ভাবছেন তিনি? জানা যায়, অনুপ্রেরণা পেতেই এমনটা করেছেন এই অভিনেত্রী।

২০১০ সালে ফারহা খান পরিচালিত ‘তিস মার খান’ ছবির ‘শিলা কি জওয়ানি’ গানে দর্শকের নজর কেড়েছিলেন ক্যাটরিনা কইফ। তার আবেদনময়ী অবতার হৃদস্পন্দন বাড়িয়েছিল। সেই স্মৃতিকেই উস্কে দিল জাহ্নবীর কসরৎ।

নজরকাড়া সেই ‘শিলার’ মতো চেহারা পেতে জিমে ঘাম ঝরাচ্ছেন জাহ্নবী। পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেছেন জাহ্নবীর জিম প্রশিক্ষক। নায়িকা সেটি নেটিজেনদের দেখা সুযোগ করে দিয়ে লিখেছেন, ‘জিম টিপস: প্রেরণার প্রয়োজন হলে শিলার কথা ভাবুন’। সেটা করেও সফল হতে না পারলে বাড়ি চলে যাওয়ার উপদেশ দিয়েছেন জাহ্নবী।

সূত্র- আনন্দবাজার

এনএস

RTV Drama
RTVPLUS