বিনোদন ডেস্ক
করোনায় আক্রান্ত কবরী

ঢালিউডের মিষ্টি মেয়ে খ্যাত সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। এই অভিনেত্রী ও নির্মাতা বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে কবরী জানালেন, বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে ৫ এপ্রিল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তিনি। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন জানান, কদিন ধরেই ম্যাডাম অসুস্থবোধ করছিলেন। ৫ দিন আগে তার করোনার যমুনা পরীক্ষা করা হয়। তিন দিন আগে রিপোর্ট আসে তার করোনা পজিটিভ। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এম