আরটিভি নিউজ
বড় ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এটিএম শামসুজ্জামান

পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান। বাদ আছর রাজধানীর জুরাইন কবরস্থানে বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। মৃত্যুর আগে সন্তানদের কাছে এখানেই চিরনিদ্রায় শায়িত হওয়ার কথা বলে যান এই অভিনেতা।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার আগে শারীরিক বিভিন্ন অসুস্থতার জন্য গত বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় এ অভিনেতা।
কিন্তু হাসপাতালে থাকতে চাচ্ছিলেন না এ অভিনেতা। তাই অবস্থা কিছুটা ভালো হলে শুক্রবার তাকে বাসায় নিয়ে আসেন। বাসায় ফেরার এক দিনের মাথায়ই চিরবিদায় নিলেন তিনি।
এনএস/পি