logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

বিপুল পরিমাণ বাসা ভাড়া দিচ্ছেন জ্যাকুলিন

জ্যাকুলিন ফার্নান্দেজ,
জ্যাকুলিন ফার্নান্দেজ।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বিপুল অংকের বাসা ভাড়া দিচ্ছেন। প্রতি মাসে ৬.৭৮ লাখ রুপি ভাড়া গুনতে হচ্ছে এই সেনসেশনাল অভিনেত্রীকে।

আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জুহুর বিলসাবহুল বাড়ি ভাড়া নেওয়ার পরই এই বিপুল অংকের ভাড়া গুনতে হচ্ছে জ্যাকুলিনকে।

সম্প্রতি এমন একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম হয়ে উঠতে শুরু করেছে বিনোদন পাতা। প্রিয়াঙ্কার চোপড়ার জুহুর বাড়ি ভাড়া নেন জ্যাকুলিন। ওই বাড়ির চতুর্থ এবং পঞ্চম তলা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি।

কর্মযোগ নামে ওই বিলাসবহুল বাড়ির যে দুই তলা ভাড়া নিয়েছেন সেখানকার ভাড়া হিসেবেই গুনতে হচ্ছে ৬.৭৮ লাখ। জানা গেছে, আপাতত ৩ বছরের চুক্তি হিসেবে জ্যাকুলিন।

শ্রীলঙ্কান সুন্দরী ৩ বছর পর আবারও ওই বাড়িতে থাকার জন্য চুক্তির পুনর্নবীকরণ করবেন কি না, সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি।

এ বছর পরপর বেশ কয়েকটি প্রজেক্টের শুটিং শুরু করেন জ্যাকুলিন। ‘ভূত পুলিশ’ থেকে ‘বচ্চন পান্ডে’, জ্যাকলিনের হাতে রয়েছে একের পর এক প্রজেক্ট।

এম

RTV Drama
RTVPLUS