logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৮
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৬

গৃহশিক্ষকের কাছে উর্দু শিখতেন হৃত্বিক (ভিডিও)

১৩ বছর পেরিয়েছে হৃত্বিক-ঐশ্বরিয়া জুটির পিরিয়ড ড্রামা ফিল্ম 'যোধা আকবর'। সামাজিক যোগাযোগ হেন্ডেলে সেই সিনেমার একটি ভিডিও শেয়ার করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন হৃত্বিক।

আশুতোষ গোয়ারিকারের ছবিতে ‘যোধা আকবর’ চরিত্রে অভিনয়ের জন্য একজন উর্দু গৃহশিক্ষক নিয়োগ করেছিলেন এই অভিনেতা। কারণ চরিত্রের জন্য উর্দু উচ্চারণ সঠিক হওয়া তার পক্ষে গুরুত্বপূর্ণ ছিল।

দীর্ঘ ১৩ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে হৃত্বিক একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, '' স্মৃতি। # যোধা আকবার, ম্যান এই মুভিটি কঠিন ছিল। আশুতোষ গোয়ারিকর যখন হৃত্বিককে সিনেমায় নিয়েছিলেন তখন বেশ ভয় পেয়েছিলেন এই অভিনেতা।

হৃত্বিক বলেন, আমি খুব ভয় পেয়েছিলাম। তিনি আমার মতো কাউকে ১০,০০০ সৈন্যকে কমান্ড করতে দেখেন। আমি যা শিখেছি তা হলো, শক্তিশালী জিনিসগুলো করার জন্য আপনাকে প্রথম দিকে শক্তিশালী হওয়ার দরকার নেই। চ্যালেঞ্জ নিজেই আপনাকে আরও শক্তিশালী করে তোলে। এই কারণেই আমি ছবিটি করেছি।সূত্র- টাইমস অব ইন্ডিয়া

ভিডিও দেখতে ক্লিক করুন

এনএস

RTV Drama
RTVPLUS