• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

অটোরিকশা চালকের মেয়ে বিশ্ব সুন্দরীদের তালিকায়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:১২
বাবা অটোরিকশা চালক, মেয়ে মিস ইন্ডিয়া রানারআপ

ভারতের উত্তরপ্রদেশের কুশিনগরের মেয়ে মান্য ওমপ্রকাশ সিং। বাবা ওই অঞ্চলেরই অটোরিকশা চালক। দারিদ্র্যতার সঙ্গে লড়াই করে এবার ডিএলসিসি মিস ইন্ডিয়া রানারআপ হয়েছেন এই মেয়ে। এ গল্প অনেকের আগে থেকে জানা থাকলেও সম্প্রতি নিজেই নিজের সংগ্রামী জীবনের কথা জানিয়েছেন।

জানা গেছে, মান্য কোনও দিন খেতে পেতেন আবার কোনো দিন অনাহারেই দিন কাটিয়েছেন। মা তার সঞ্চয় করা সকল গয়না বিক্রি করে মান্যকে পড়াশোনার খরচ চালিয়েছেন। দিনে স্কুল, বিকেলে অন্যের বাড়িতে বাসন ধোয়ার কাজ আর রাতে কল সেন্টারে কাজ করতেন। টাকা বাঁচানোর জন্য মাইলের পর মাইল পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতেন তিনি।

আরও পড়ুন :

ফেমিনা মিস ইন্ডিয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মান্য আরও জানান, ভাগ্য কখনোই সহায় ছিল না তার। শত প্রতিকূলতার মাঝেও কখনোই স্বপ্ন দেখতে ভোলেননি। ঘাম ও রক্তের বিনিময়ে এই পর্যন্ত আসতে পেরে অনেক খুশি। মা-বাবা ও ভাইয়ের মুখ উজ্জ্বল করার জন্য এভাবে লড়েছেন তিনি। সূত্র : আজকাল

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh