বিনোদন ডেস্ক
পরিচালক অনন্য মামুন নিষিদ্ধ

তরুণ চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গতকাল শনিবার (১৬ জানুয়ারি) কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে ‘অশালীন সংলাপের’ অভিযোগে পুলিশের করা মামলায় কারাগার থেকে মুক্তির এক সপ্তাহের মাথায় মামুনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল পরিচালক সমিতি।
এর আগেও বিভিন্ন সময়ে মামুনের বিরুদ্ধে পরিচালক সমিতির শৃঙ্খলাবিরোধী অভিযোগ ছিল।
২০১৭ সালে মানবপাচারের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন। ওই সময় তার সদস্যপদ সাময়িক স্থগিত করে পরিচালক সমিতি। পরে মুচলেকা দিয়ে ছাড় দেওয়া হয় তাকে।
এম