logo
  • ঢাকা শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৭ চৈত্র ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৩ জানুয়ারি ২০২১, ১২:২৪
আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১২:২৮

‘কেজিএফ’র ভক্তরা এই খবরটি জানেন কী?

কেজিএফ : চ্যাপ্টার টু,
কেজিএফ : চ্যাপ্টার টু

ইয়াশ। তিনি কন্নড় ছবির জনপ্রিয় নায়ক। তবে সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ‘কেজিএফ’ ছবির মাধ্যমে। এই ছবির দ্বিতীয় কিস্তির কাজও শেষ পর্যায়ে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’র মাত্র এক সিক্যুয়েন্সের শুট হলেই সব শিডিউলের কাজ শেষ হবে।

সব ঠিক থাকলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শেষ শিডিউলের শুট হবে।

ভারতীয় গণমাধ্যম ফিল্মিবিট ডটকম জানায়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ছবির শুটিং বন্ধ ছিল। তবে গত অক্টোবর থেকে ইয়াশ ও তার টিম শুট শুরু করেন।

লকডাউন না থাকায় শেষ শিডিউল টানা করে শেষ করতে চান ইয়াশ ও তার টিম। ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র পর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে প্রত্যাশা ভক্তদের। ছবির দ্বিতীয় কিস্তিতে ইয়াশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডনকে।

এদিকে ইয়াশের ৩৫তম জন্মদিন আসছে ৮ জানুয়ারি। ওই দিন প্রশান্ত নীল পরিচালিত ছবিটির টিজার মুক্তি দেয়া হবে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।

এম

RTV Drama
RTVPLUS